avast premier antivirus
হাই বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে হাজির হলাম খুবই মজার একটা জিনিস যেটি প্রয়োজন হবে কম্পিউটারে এন্টিভাইরাস avastavast কি
অ্যাভাস্ট হচ্ছে এমনই একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটার কে রাখবে সুরক্ষিত এবং ভাইরাস মুক্ত যারা ভাইরাস এর বিপরীত অর্থাৎ ভাইরাসের এন্টি এন্টি ভাইরাস ।কম্পিউটার কে ভাইরাস মুক্ত রাখার জন্য এন্টিভাইরাস ব্যবহার করতে হয়
var adfly_advert = 'int';
avast ইনিস্টল না করলে কি হবে
কম্পিউটারে এভাস্ট ইন্সটল না করলে অর্থাৎ এন্টিভাইরাস ইন্সটল না করলে কম্পিউটারের বিভিন্ন ডাটা অর্থাৎ প্রয়োজনীয় ফাইলগুলি।ভাইরাস আক্রমণ করে ফাইল গুলি নষ্ট করে দিতে পারে আমাদের প্রয়োজনীয় ডাটা গুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে
Also read –
কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ২০২০? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
অ্যাভাস্ট ফাইল তো কিনে নিতে হয় ফ্রিতে কিভাবে পাব
এখন যে এন্টিভাইরাস আপনাদের কাছে তুলে ধরবো কি সেটি হচ্ছে এভাস্ট একদম ফ্রিতে লাইসেন্স কি সহ তুলে ধরবো ।এন্টিভাইরাস টি ইন্সটল করার জন্য নিচের লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন ।ফাইলটি পরিপূর্ণ ডাউনলোড হওয়ার পর নিচে কিভাবে ইনস্টল করতে হবে সম্পূর্ণ ডিটেইলস link সহ দেখানো হলো ।এই লিঙ্ক থেকে avast ডাউনলড করে নিন
এভাস্ট কিভাবে ইন্সটল করব
আমাদের ডাউনলোড করা কাঙ্খিত জিপ ফাইলটি আনজিপ করার জন্য ফাইলের উপর ডাবল ক্লিক করুন।
ডাবল ক্লিক করলে নিচের মত দেখাবে স্ক্রীনশট
অথবা জিপ ফাইল এর রাইট বাটন ক্লিক করে ওপেন করুন
জিপ ফাইল ওপেন করার পর নিচের মত দেখাবে টি ফোল্ডার বেরিয়ে আসবে
স্ক্রীনশ
ফোল্ডারটি ডবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন করুন।যখনই ফোল্ডারটি ওপেন করবেন তখনি কয়েকটি ফাইল দেখা যাবে।
নিচে স্ক্রীনশট দেখানো হলো
এর ভিতর 2 টি সফটওয়্যার পাবেন সফটওয়্যার টির নাম উইঞ্জিপ 32 বিট অথবা 64 সফটওয়্যার রয়েছে।আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী রাইট বাটন ক্লিক করে রান করুন অর্থাৎ সফটওয়্যার টি ইন্সটল করার জন্য ক্লিক করুন।আমার অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট তাই আমি 64 বিটের সফটওয়্যার টি ইন্সটল করে দেখাচ্ছি।
নিচে স্ক্রীনশট দেখানো হলো
উইঞ্জিপ ফাইলটিতে ডাবল ক্লিক করলে অথবা রাইট বাটন ক্লিক করে অপেন বাটনে ক্লিক করলে ফাইল টি এরকম দেখাবে।এখন yes বাটনে ক্লিক করতে হবে।ইয়েস বাটনে ক্লিক করলেই সফটওয়্যারটি রান হবে অর্থাৎ ইন্সটল শুরু হবে।
নিচে স্ক্রীনশট দেখানো হলো
এবার ইনস্টল বাটনে ক্লিক করুন দেখা যাবে আর একটি পেজ আসবে নিচে দেখুন
এখন ওকে বাটনে ক্লিক করে ফিনিশ করুন
এখন ডান বাটনে ক্লিক করুন দেখবেন আরেকটি ফোল্ডার ওপেন হয়ে যাবে অলরেডি অটোমেটিকলি
আমাদের উইঞ্জিপ সফটওয়্যার ইন্সটল এর কাজ শেষ এবার সবগুলো পেজ কেটে দিতে পারেন এবং মিনিমাইজ করে রাখতে পারেন
ফাইল আনজিপ হলো কিভাবে ইন্সটল শুরু করব
এখন আমরা চলে যাব আবার সেই আমাদের ফোল্ডারের ভিতর যে ফোল্ডারটি জিপ ফাইল থেকে আমি করেছিলাম অর্থাৎ যদি খুঁজে না পান তাহলে ঐ জিপি তেই আবার ডবল ক্লিক করলে বেরিয়ে আসবে।
এভাস্ট প্রিমিয়ার চেক এই ফোল্ডারটি রাইট বাটন ক্লিক করে ওপেন করুন
ফাইলটি ওপেন করার পর নিচের মত এরকম দেখাবে
স্ক্রীনশট এ দেখানো হয়েছে যে বাটনটি ওই বাটনটিতে ক্লিক করুন।এবার বেরিয়ে আসবে আমার অভাস্ট অরজিনাল ফাইল।
এবার ফিনিশ বাটনে ক্লিক করতে হবে।তারপরে দেখা যাবে আমাদের সব ফাইলগুলো সামনে এসেছে এখান থেকে নিচের স্ক্রিনশট এ দেখানো ফাইল্টিতে কিলিক করুন
সেটআপ লেখা ফাইলটি তে মাউসের রাইট বাটন ক্লিক করে রান এস এডমিনিস্ট্রেটর এ ক্লিক করুন।নিচের মত একটা পেজ আসবে এই পেজে ইয়েস বাটন ক্লিক করুন।
ইয়েস বাটনে ক্লিক করার পর ইন্সটল শুরু হয়ে যাবে একটু সময় নিবে এমন সময় নেট কানেকশন অন রাখতে হবে এটি প্রিমিয়াম ভার্সন তাই নেট কানেকশন অন রেখে আপডেট রাখতে হবে ।
এবার ইনস্টল এ ক্লিক করুন।তাহলে একটু সময় নিবে ইন্সটল হতে কম্পিউটার বা ল্যাপটপের একদম ডান দিকের নিচে আইকন দেখাবে স্ক্রিনশট।
ইনস্টল চলাকালীনই নিচের মত একটি পেজ আসবে এই পেজে নিচে দেখানো হয়েছে
এবার continue' বাটনে ক্লিক করুন
continue' বাটনে ক্লিক করুন
এবার স্ক্রীনশটের দেখানো বাটনে ক্লিক করুন ।এখন আমাদের এভাস্ট ইন্সটল এর কাজ শেষ
এবার আমাদের যেটা করতে হবে সেটা হল এভারেস্টকে লাইসেন্স ভার্সন দিয়ে একটিভ করা
এর জন্য মেনু আইকন এ ক্লিক করুন নিচের মত দেখাবে।
মেনু আইকন এ ক্লিক করে মাই লাইসেন্স ক্লিক করুন।নিচের মত পেজ আসবে
এবার এন্টার ভ্যালিড একটিভ কোড এই অপশনে ক্লিক করুন।
এবার ইউজ এ লাইসেন্স ফাইল এ ক্লিক করুন।
এখন ফোল্ডারের লোকেশন চাই অর্থাৎ লাইসেন্স ফাইলের লোকেশন চাইবে লোকেশন দেখিয়ে দেওয়ার জন্য আমাদের দিতে হবে মেইন ফোল্ডার এ স্ক্রীনশট।
ফোল্ডারে প্রবেশ করে লাইসেন্স ফাইল টি সিলেক্ট করে দিতে হবে
এবার কনটিনিউ ক্লিক করুন।আমাদের এভারেস্ট সফলভাবে ইন্সটল কমপ্লিট ।এই টিউনটি যদি ভালো লাগে ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন
এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
| |||||||