Tech Blogs

Tech Blogs Site Number One site only gave Tech Blogs site Bengali content,The Tech Blogs site publishes only the technology or technology related

Tachmom service

Wednesday, July 10, 2019

free avast premier antivirus license key 2018 ।ফ্রিতে নিন Avast প্রিমিয়ার লাইসেন্স কে

avast premier antivirus

হাই বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে হাজির হলাম খুবই মজার একটা জিনিস যেটি প্রয়োজন হবে কম্পিউটারে এন্টিভাইরাস avast
free avast premier antivirus


avast কি 

অ্যাভাস্ট হচ্ছে এমনই একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটার কে রাখবে সুরক্ষিত এবং ভাইরাস মুক্ত যারা ভাইরাস এর বিপরীত অর্থাৎ ভাইরাসের এন্টি এন্টি ভাইরাস ।কম্পিউটার কে ভাইরাস মুক্ত রাখার জন্য এন্টিভাইরাস ব্যবহার করতে হয়


var adfly_advert = 'int';



avast ইনিস্টল না করলে কি হবে

কম্পিউটারে এভাস্ট ইন্সটল না করলে অর্থাৎ এন্টিভাইরাস ইন্সটল না করলে কম্পিউটারের বিভিন্ন ডাটা অর্থাৎ প্রয়োজনীয় ফাইলগুলি।ভাইরাস আক্রমণ করে ফাইল গুলি নষ্ট করে দিতে পারে আমাদের প্রয়োজনীয় ডাটা গুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে
Also read –

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ২০২০? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম




অ্যাভাস্ট ফাইল তো কিনে নিতে হয় ফ্রিতে কিভাবে পাব


এখন যে এন্টিভাইরাস আপনাদের কাছে তুলে ধরবো কি সেটি হচ্ছে এভাস্ট একদম ফ্রিতে লাইসেন্স কি সহ তুলে ধরবো ।এন্টিভাইরাস টি ইন্সটল করার জন্য নিচের লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন ।ফাইলটি পরিপূর্ণ ডাউনলোড হওয়ার পর নিচে কিভাবে ইনস্টল করতে হবে সম্পূর্ণ ডিটেইলস link  সহ দেখানো হলো ।এই লিঙ্ক থেকে avast ডাউনলড করে নিন  



এভাস্ট কিভাবে ইন্সটল করব

আমাদের ডাউনলোড করা কাঙ্খিত জিপ ফাইলটি আনজিপ করার জন্য ফাইলের উপর ডাবল ক্লিক করুন।
ডাবল ক্লিক করলে নিচের মত দেখাবে স্ক্রীনশট
avast premier antivirus

অথবা জিপ ফাইল এর রাইট বাটন ক্লিক করে ওপেন করুন
জিপ ফাইল ওপেন করার পর নিচের মত দেখাবে টি ফোল্ডার বেরিয়ে আসবে

  স্ক্রীনশ
avast premier antivirus


ফোল্ডারটি ডবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন করুন।যখনই ফোল্ডারটি ওপেন করবেন তখনি কয়েকটি ফাইল দেখা যাবে।

নিচে স্ক্রীনশট দেখানো হলো 
avast premier antivirus


এর ভিতর 2 টি সফটওয়্যার পাবেন সফটওয়্যার টির নাম উইঞ্জিপ 32 বিট অথবা 64 সফটওয়্যার রয়েছে।আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী রাইট বাটন ক্লিক করে রান করুন অর্থাৎ সফটওয়্যার টি ইন্সটল করার জন্য ক্লিক করুন।আমার অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট তাই আমি 64 বিটের সফটওয়্যার টি ইন্সটল করে দেখাচ্ছি।

নিচে স্ক্রীনশট দেখানো হলো
avast premier antivirus


উইঞ্জিপ ফাইলটিতে ডাবল ক্লিক করলে অথবা রাইট বাটন ক্লিক করে অপেন বাটনে ক্লিক করলে ফাইল টি  এরকম দেখাবে।এখন yes বাটনে ক্লিক করতে হবে।ইয়েস বাটনে ক্লিক করলেই সফটওয়্যারটি রান হবে অর্থাৎ ইন্সটল শুরু হবে।


নিচে স্ক্রীনশট দেখানো হলো
avast premier antivirus


এবার ইনস্টল বাটনে ক্লিক করুন দেখা যাবে আর একটি পেজ আসবে নিচে দেখুন
avast premier antivirus
এখন ওকে বাটনে ক্লিক করে ফিনিশ করুন
avast premier antivirus


এখন ডান বাটনে ক্লিক করুন দেখবেন আরেকটি ফোল্ডার ওপেন হয়ে যাবে অলরেডি অটোমেটিকলি
avast premier antivirus



আমাদের উইঞ্জিপ সফটওয়্যার ইন্সটল এর কাজ শেষ এবার সবগুলো পেজ কেটে দিতে পারেন এবং মিনিমাইজ করে রাখতে পারেন

ফাইল আনজিপ হলো কিভাবে ইন্সটল শুরু করব


এখন আমরা চলে যাব আবার সেই আমাদের ফোল্ডারের ভিতর যে ফোল্ডারটি জিপ ফাইল থেকে আমি করেছিলাম অর্থাৎ যদি খুঁজে না পান তাহলে ঐ জিপি তেই আবার ডবল ক্লিক করলে বেরিয়ে আসবে।
avast premier antivirus

এভাস্ট প্রিমিয়ার চেক এই ফোল্ডারটি রাইট বাটন ক্লিক করে ওপেন করুন
avast premier antivirus



ফাইলটি ওপেন করার পর নিচের মত এরকম দেখাবে


avast premier antivirus


স্ক্রীনশট এ দেখানো হয়েছে যে বাটনটি ওই বাটনটিতে ক্লিক করুন।এবার বেরিয়ে আসবে আমার অভাস্ট অরজিনাল ফাইল।

avast premier antivirus
এবার ফিনিশ বাটনে ক্লিক করতে হবে।তারপরে দেখা যাবে আমাদের সব ফাইলগুলো সামনে এসেছে এখান থেকে নিচের স্ক্রিনশট এ দেখানো ফাইল্টিতে কিলিক করুন 


avast premier antivirus
সেটআপ লেখা ফাইলটি তে মাউসের রাইট বাটন ক্লিক করে রান এস এডমিনিস্ট্রেটর এ ক্লিক করুন।নিচের মত একটা পেজ আসবে এই পেজে ইয়েস বাটন ক্লিক করুন।




avast premier antivirus


ইয়েস বাটনে ক্লিক করার পর ইন্সটল শুরু হয়ে যাবে একটু সময় নিবে এমন সময় নেট কানেকশন অন রাখতে হবে এটি প্রিমিয়াম ভার্সন তাই নেট কানেকশন অন রেখে আপডেট রাখতে হবে ।
avast premier antivirus

এবার ইনস্টল এ ক্লিক করুন।তাহলে একটু সময় নিবে ইন্সটল হতে কম্পিউটার বা ল্যাপটপের একদম  ডান দিকের নিচে আইকন দেখাবে স্ক্রিনশট।
avast premier antivirus

ইনস্টল চলাকালীনই নিচের মত একটি পেজ আসবে এই পেজে নিচে দেখানো হয়েছে
avast premier antivirus

এবার continue' বাটনে ক্লিক করুন
avast premier antivirus

continue' বাটনে ক্লিক করুন


avast premier antivirus

 এবার স্ক্রীনশটের দেখানো বাটনে ক্লিক করুন ।এখন আমাদের এভাস্ট ইন্সটল এর কাজ শেষ
avast premier antivirus

এবার আমাদের যেটা করতে হবে সেটা হল এভারেস্টকে লাইসেন্স ভার্সন দিয়ে একটিভ করা 
এর জন্য মেনু আইকন এ ক্লিক করুন নিচের মত দেখাবে।


avast premier antivirus

মেনু আইকন এ ক্লিক করে মাই লাইসেন্স ক্লিক করুন।নিচের মত পেজ আসবে
avast premier antivirus

এবার এন্টার ভ্যালিড একটিভ কোড এই অপশনে ক্লিক করুন।
avast premier antivirus

এবার ইউজ এ লাইসেন্স ফাইল এ ক্লিক করুন।
avast premier antivirus
এখন ফোল্ডারের লোকেশন চাই অর্থাৎ লাইসেন্স ফাইলের লোকেশন চাইবে লোকেশন দেখিয়ে দেওয়ার জন্য আমাদের দিতে হবে মেইন ফোল্ডার এ স্ক্রীনশট।
avast premier antivirus
ফোল্ডারে প্রবেশ করে লাইসেন্স ফাইল টি সিলেক্ট করে দিতে হবে


avast premier antivirus


এবার কনটিনিউ ক্লিক করুন।আমাদের এভারেস্ট সফলভাবে ইন্সটল কমপ্লিট ।এই টিউনটি যদি ভালো লাগে ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন




এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

avast premier antivirus
বাংলাদেশ ফ্রিলান্সিং গ্রুপ ,blog,apps,web design and youtube সাহায্য
Facebook Group · 12,442 members
Join Group